মানব জনম তোমার সার্থক হলে
লভিয়া লইয়ো কৃতজ্ঞখানি,
মানবতা পায় না ভয়
মনুষ্যত্ব যে তারই পরিচয়।


মানব জনম তোমার সার্থক হলে
বাধিয়া লইয়ো অন্তরখানা,
সত্য যে সদাই অকুতোভয়
মনুষ্যত্ব যে তারই পরিচয়।


মানব জনম তোমার সার্থক হলে
লিখিয়া রাখিও অনুভূতির জগৎ,
আত্মা যে অজ্ঞাত বর্ণের সহায়
মনুষ্যত্ব যে তারই পরিচয়।


মানব জনম তোমার সার্থক হলে
ধন্য করিও অসাম্প্রদায়িক চেতনার পথ,
সম্প্রীতি যে মিলনের সহায়
মনুষ্যত্ব যে তারই পরিচয়।


মানব জনম তোমার সার্থক হলে
হৃদয় সোপিও আর্তের তরে,
অজ্ঞাতকুলশীল ও যে আপন মনে হয়
মনুষ্যত্ব যে তারই পরিচয়।