জমে থাকা অভিমানে সময় টা মুখ ফিরিয়ে নিলে
বলে যেতো কিছু নির্বাক  চাহনির আলাপনে,
বিতাড়িত স্মৃতির ধুলো মাখা  আবছাড়ালে;
বাস্তবতার আড়ালে সব সত্যি
তবুও মানতে পারেনা আবেগের ফন্দি।


জানালার বাহিরে গভীর ক্রন্দন শুনি
হাহাকারে না বিষাদের স্ফূর্তি,
চন্দ্রালোকের ছায়ায় বাস্তবতার হুমকি।
ধুলো জমা  করিডোরে আবেগের শিহরণ
বর্ষা রাতে মুছে দিয়ে কোন এক স্মৃতির সম্ভাষণ,
রুপকথা নয় ; বাস্তবতার আড়ালে অনূভূতির মৃদু স্পন্দন।


জমে থাকা অভিমানে সময় টা মুখ ফিরিয়ে নিলে
চলে যেতো গোধুলির ডাকে  না ফেরা স্মৃতির রোমন্থনে,
বলে যেতো বাস্তবতার আড়ালে  অকপট সত্যির খেয়ালে;
বিতাড়িত পথিক হয়ে তারা গুলো মিশে যায় কল্পনার আড়ালে।