এক বিভোর সায়াহ্নে অকস্মাৎ দীপ জ্বেলে দিয়েছিলে
যার নিভুনিভু  বিভা প্রতিফলিত ঝড়ের  আবেশে,
থমকে গিয়েছিলো দূরত্ব সকল নিঃশ্বাসের ঘ্রাণে ;
অভিসারের নির্বাক প্রস্থানে লুকিয়ে যে ছিলো আগন্তুক মোহ-
নিশীথিনী স্বপ্নে উঁকি দেয় ; মেখে নিয়েছিলে স্থির নয়নে।


সকাতর সাদরে এক আহবানের গান জানিয়েছিলে
যেখানে সলিল সুরে অন্তরীপে বসবাস;
সুদূর কূল বিস্তীর্ণ জলমগ্ন প্রাণ যেন বিলীন সুর মূর্ছনায়;
আবাঙমানসগোচরে রেখেছিলে যে রংধনুর প্রতিচ্ছবি-
মেঘমেদুর আকাশে যার স্পর্শ খুজেছিলে ; মিলিয়ে গেছে রং ও তুলির
ক্যানভাসে।


অনাবিল এক ইচ্ছে নিয়ে অতল সাগরের ঢেউয়ে কান পেতে ছিলে
শুনতে চেয়েছিলে অভিযোজিত শৈবালের প্রাণস্পন্দন,
সন্নিবিষ্ট জলজ সকল যেন তৃষাতুর দীপ্যমান সূর্যালোকের;
শতাব্দী পশ্চাৎে ফেলে আসা বিদীর্ণ পথ ধরে যে ছুটে চলা-
আধখানা চাঁদের ছড়ানো আলোতে যা বিলীন; মিশে গেছে দৃশ্যপটে।