শুনেছি আমি নির্জনতার কোলাহল
বুঝিনি তার সত্য,
শরতের শিশির যেমন স্পর্শ করে স্নিগ্ধ জোনাকি।


দেখেছি তবুও অভিমানের নির্বাসন
শুনিনি তার প্রতিশ্রুতির সুর,
সমুদ্রের ঢেউয়ে যেমন ভেসে যায় ক্ষণস্থায়ী যা কিছু।


চেয়েছি আমি বসন্তের স্পর্শকাতর কৃষ্ণচূড়া ফুল
উপলব্ধি করিনি তার মলিন পুষ্পবৃন্ত,
আষাঢ়ের জ্যোৎস্না যেমন প্রতিফলিত হয় ঝিলের পদ্মে।


শুনেছি তবুও বিবর্তনের আকাঙ্ক্ষা
অবাক হইনি তার শৃঙ্খল আবেশে ,
দুর্গম প্রাচীর যেমন মাথা তুলে দাঁড়িয়ে আছে নিগূঢ় প্রবৃত্তি নিয়ে।