রাত্রির গানে কুয়াশা ভেসে গিয়েছিলো ঝরা পাতার শব্দ শুনে
হওয়ায় ডুবে যাওয়া তড়িৎ মন ফুলেদের অভিমান জানে,
রাত্রির গানে শিশির ফোঁটা লিখে দিয়েছে দূর নক্ষত্রের নাম
বাতাসে ছড়িয়ে যাওয়া ফুলের ঘ্রাণ জানিয়েছে ঋতু পরিবর্তনের ক্ষণ,
রাত্রির গানে মেঘ ভিড় করে ভাসমান পালতোলা সাম্পান বেশে-
স্বপ্ন ছুটাবে দূরত্ব পানে শুধুই স্বাধীনতার বাসনা নিয়ে
কল্পিত ইচ্ছে উড়বে ফানুস হয়ে  নগর জীবনের বাঁকে বাঁকে,
স্মৃতির রঙিন ছবি শৈশবের ঘুড়ি হয়ে প্রতীয়মান শিশুদের কলরবে,
রাত্রির গানে আঁধার মিশে যায় অমানিশা হয়ে রাত্রির মোহে
নীরবতা লুকায় গাছের পাতা নাতিদীর্ঘ রজনীর আগমনে,
রাত্রির গানে আছড়ে পড়ে  সাগরের ঢেউ সময়ের টানে
অনুমিত ভাবনা কুড়ায় সারি সারি বৃক্ষের শাখা নিশিথ সমীরণে,
রাত্রির গানে সুর ভাসে ফুলেদের আলয়ে জমানো সুখ স্মৃতি নিয়ে
প্রজাপতি মুগ্ধ শুধুই ফুলের বাসরে প্রার্থিত সুর শুনে,
রাত্রির গানে অনুভূতি জাগে চাঁদের প্রাণে দারুণ আলো বিচ্ছুরণে
ইচ্ছে মেলে জোনাকির মসৃণ পথ চলা গানের সুরের তালে তালে।