সদ্য লাল পেড়ে শাড়িটা বিভূতির নিয়মে
রেখে গেছে একটা শ্বেত বস্ত্র ।
সমাজের করুন চক্ষে বহেছে দুঃখের প্লাবন ।
অলংকার ভূষিত গর্ব
চিতার অনলে ভস্মীভূত ।
রক্তরসে মিশ্রিত একটা জীবন আমার গর্ভে
রেখে গেছে তার শেষ সাক্ষী ।
তার শূন্যতা পরপুরুষের কাছে যেন
এক টুকরো মাংস, শুধু রন্ধনের অপেক্ষা ।
আমার শরীরের দৃষ্টিনন্দন বলাকা কে
লুকোতে পারিনি মেঘের আড়ালে ।
ওরা তো প্রকৃতি প্রেমিক নয়
তবু ওদের দৃষ্টি ওই রূপ রস গন্ধে
ওরা পেতে চাই একটা চড়ুইভাতির আনন্দ ।
জীবন দুর্বিসহ গতিতে কাটছে
তার রেখে যাওয়া দোসরের সাথে ।
জীবনে বেঁচে থাকার স্বপ্ন
বারে বারে পরপুরুষের কাছে নগ্ন ।
দুর্বিসহ দুর্বিসহ যন্ত্রণা
নিজের মধ্যে প্রস্ফুটিত সবুজে
ধরিয়ে দিতে চাই জলন্ত আগুন ।
পুড়ে ছাই হোক বিষাক্ত ধরণী
যারা শুধু খোঁজে একটা রমণী ।