তুমি বিদ্রোহী… সত্যের প্রতীক
জাগতিক মোহের সুপ্ত নেশায়
হবে কেন শরীক, তুমি বিদ্রোহী…
তোমার রনঝঙ্কারে ভাঙুক
দেশদ্রোহীর ছলচাতুরী, তুমি বিদ্রোহী…
আলোক দিশারী, তুমি পথের ভিখারি,
তবু তুমি রাজমুকুটের অধিকারী।
তুমি বিদ্রোহী… তুমি মুক্তির নিশান,
তোমার কণ্ঠে ভারতমাতার গান।
তুমি বিদ্রোহী, তুমি বিদ্রোহী, তুমি বিদ্রোহী……।