অন্ধকারের করাল হুঙ্কার ছেড়ে
তুমি  আজ স্বাধীনতার পথে...
কত আনন্দ আজ মলিন সমীরে,
তবু  জানে না কেউ...  
বনলতা কাঁদে গভীর অরণ্যে।
ফিরে পেতে চাই সেই প্রভাত
যেথা লুকোয় ভরা যৌবন,
জরাজীর্ণ শাড়ীর আঁচলে।
ফিরে পেতে চাই সেই প্রভাত...
যেথা একলা লতা জড়িয়ে থাকে
বনস্পতির চুম্বনে।