তোমার হাত ধরে হাঁটতে শিখেছি
কমল দুর্বার ‘পর পা রেখে।
অচেনা পৃথিবীকে চিনতে শিখেছি
তোমার আঁচলের ছায়াতলে।  
আমতা আমতা করে জীবনের  
অক্ষরমালাগুলোকে ধরতে শিখেছি...
তোমার ওষ্টের শেষ আলিঙ্গনে।
নিদারুণ জঠরের জ্বালা মিটিয়েছি,
তোমার বক্ষের মাংস পেশিগুলোকে  
খামচে ধরে...।
আজ আমি শৈশব পেরিয়ে...  
জ্যোৎস্নার চন্দ্রিমাকে ধরতে শিখেছি,
তৃপ্তির গন্ধ পেয়েছি... রক্তে মাংসে
গড়া অন্য শরীরের গভীরে।
আজ আমি ভুলেছি ফেলে আসা অতীত,
আমাকে গ্রাস করেছে ভয়ঙ্কর রক্তের স্বাদ...
আমি ফিরে পেতে চাই সেই আঁচল
যেথা ঘুমায় শান্ত শিশুর দল।