আমি ধর্ষিতা......এ লজ্বা কার? বলতে পারো তোমরা!
নগরের পথে পথে.......কত আন্দলন,কত বিক্ষোপ,কত নীরব মিছিল,
তবু কি ভেঙ্গেছে সভ্যতার ঘুম?
কেন কাঁদে আমার হৃদয়, কেন লুকিয়ে থাকতে হয় দিনের আলোয়,
ঘরের কোনে.....বলতে পারো তোমরা!
নিশীথে ঘুমের মাঝে ভেঙ্গে পড়ে ঢেউ
বাঁধন বাঁধিবে এমন সময় থাকে নাকো কেউ।
এ লজ্বা কার? বলতে পারো তোমরা!
আমার সমাজ ভাবতে ঘৃণা হয়, নেমে আসে অন্ধকার
বেয়ে যায় অশ্রুধারা, নীরব যন্ত্রণা......
এ লজ্বা কার? বলতে পারো তোমরা!
দিনের আলোয় কেড়ে নেয় আভ্রু,উপহার স্বরূপ নরক যন্ত্রণা।
এর জন্য দায়ী কে?আজকের সমাজ- না আমার যৌনাঙ্গ!
এ প্রশ্নচিহ্ন বৃথা আজকের সমাজের কাছে .........
কেননা তাঁরা উন্মাদ, তাঁরা তৃষ্ণার্ত কামের নেশায়,
পরিতিপ্তি পেতে চাই আমাকে কেটে......ছিঁড়ে....নতুবা  
আমার যৌবনের উপবনে অ্যাসিড ছিটিয়ে......
এ লজ্বা কার? বলতে পারো তোমরা!
আমরা অসহায় ভাবে আজকের সমাজ
ছিঃ! ছিঃ! এ লজ্বা কার? বলতে পারো তোমরা!