শহর ছেড়ে ওই দুরে যাব আমি
যেথা থাকবে না তুমি।
রোদ বৃষ্টি ঝড়ে
যাব আমি উড়ে।
শহর ছেড়ে যাব আমি দুরে...
তবু আমি থাকব না পাশবিক ঘরে।
তোমার বিষাক্ত কামের অনলে
যাব আমি গলে......
থাকব না আমি তোমার ঘরে;
ওই দুরে শহর ছেড়ে
যাব আমি প্রশান্তির ক্রোড়ে,
যেথা মেরু বরফ চাদরে
ঢেকে যায় গভিরে।
ওই দুরে শহর ছেড়ে যাব আমি
যেথা থাকবে না তুমি।
তোমার হায়না পাগল চোখ
যেথা কেড়েছে মোর সুখ,
কি আশায় বাঁধবো ঘর
যেথা ঘরে আছে চোর।
ওই দুরে শহর ছেড়ে...যাব আমি
নীল দিগন্তের পাড়ে।
যেথা থাকবে না তুমি।
মোর একলা আকাশ থাকুক একা
চাই নাকো সে,কোনো যে সখা।
ওই দুরে শহর ছেড়ে,যাব আমি চলে...
যদি তুমি ডাকো আমারে
তখন আমি শুধাবো তোমারে,
তোমার কামের পশু গেছে কি মরে...?
তবে আমি...ফিরবো যে তোমার ঘরে।