জগৎ জননী


ছুটছে ট্রেন বাড়ছে রাস্তা স্বপ্ন চোখে তাকিয়ে থাকা।
দিন যাচ্ছে রাত আসছে পাচ্ছিনা সেই তোমার দেখা।
পাগলের মত পাগল হয়ে খুঁজছি মা তোকে,
হয় দেখা দে নয় টাকা দে বলছি মুখে মুখে।
জানি না যে আমি কোথায় গেলে পাবো,
খুঁজে না পেলে আমার জীবন দিয়ে দেব।
বুঝবি তখন আমার মতন পাগল পারা জুটি,
এই পৃথিবীতে আর পাবি না মিলবে তোকে দুটি।
যেথায় খুশি সেথায় যাব তোকে আমার চাই,
তোর জন্যে সব দিয়ে দেবো বেকার জীবন টাই।
বল আমাকে পাবো কোথায় কৈলাসে না শ্মশানে?
আমি যে মরেই যাব আর আমাকে কাঁদাসনে।