নাম ছিল নন্দিনী
তখনো ভালোবাসিনি ,
নন্দিনীর সাথে প্রথম দেখা ,
বাসস্ট্যেন্ডে ছিল একা ।
চোখে চোখ পড়ল হঠাৎ যখন ,
কেউ কাউকে চিনিনা তখন ।
সামনে এসে সে আমাকে ,
ও'দাদা বলল ডেকে ।
ঘাটাল যাবার বাসটা আসবে কখন ?
"পৌনে একটায়", বাজে বারোটা তখন ।
"আমি ত এখানে নতুন" নন্দিনী বলল ,
তারপরে কিছু কথা চলল ।
নন্দিনী এসে ছিল তার বান্ধবীর বাড়ি ,
বাড়িতে অসুখ খবর পেয়ে তাড়াতাড়ি ।
এসে ছিল কালকেই বিকেলে ,
চলে যেতে হচ্ছে সকালে ।
বাবা তার বয়সক 'পোষ্ট মাস্টার' ,
বাড়ীতে একা যাওয়া দরকার ।
আর কেউ নেই ,
মা মারা গেছে ছোটোতেই ।
অবিবাহিত মামা ছিল একখানা ,
মারা গেছে আপনজন বলতে আর কেউ না ।
নন্দিনীর বান্ধবী অন্তরা ,
একই কলেজে পড়ে ওরা ।
নন্দিনী ঘাটাল শহরে থাকলেও ,
গ্রামকে খুব ভালোবাসে সেও ।
নন্দিনী অন্তরার বাড়ি আসলে ,
অন্তরাকে চার পাঁচ দিন থাকবে বলে ।
অসমাপ্ত .................................।