ছোট্টো অঙ্কিতা
- - সুখেন্দু মাইতি


আমার অঙ্কিতা, আমার ছোট্টো অঙ্কিতা ,
বড়ো আদরের ।ছোট্টো হাসি মুখ ,
আরো ছোটো মিষ্টি মিষ্টি কথা ।
ভালোলাগে বড়ো ভালোলাগে .........
এখনো ছোটো বুঝেনা সে কথা ,
শিখেনি সে ভালো কাকে বলে ভালোবাসা ;
কি তার নাম ।"আমি তোকে ভালোবাসি"
বললেও বুঝবেনা এতোই সে ছোটো,
কি করে সে দেবে আমার ভালোবাসার দাম ?
আমার অঙ্কিতা ,আমার ছোট্টো অঙ্কিতা ,
বড়ো আদরের ।ফুলের মতো হাসে খিল খিল হাসি,
নদীর মতো চলে চঞ্চল গতি ।
ঝর্নার সৌরভ হার মানে স্বভাব এতোটাই মিষ্টি ,
মুখে তার বুলি কোকিলের স্বর কূহু কূহু ............।
নাচলে ময়ুর এলো চুলে যখন খেলে ।
আমি যদি মসকরা করি রাগ করে ফেলবে তখন ,
আমার যা ইচ্ছা করে রাগাতে ভালোওবাসি তেমন ।


                      ----------