ভুল করে যদি কোন ভুল করে থাকি ক্ষমা করো প্রভু ।
আমি ধর্মে থাকতে চাই বিপদ যতই আসুক কভু না কভু ।।
সৎ পথে থাকলে মানুষ অমানুষের দল ঘেরে ধরে পথে ।
জব্দ করতে পারলে ভালো না হলে চক্র চালায় তার সাথে ।।
আমি তো মানুষ প্রভু থাকি সৎ পথে শত্রুও তাই অনেক ।
ভালো মানুষ কজন অসৎ মানুষই তো দেখলাম অধ্যেক ।।
সৎ মানুষকে শাস্তি দেয় সমস্ত অসৎ মানুষের দল মিলে ।
সৎ মানুষের উপর বালা প্রভু দেখে হাসে তিন নেত্র মেলে।।
শাস্তি তো সে পাবেই অধর্মে থাকলে সময় কালে ঠিকই ।
প্রভু ভগবান তুমি দেখেছ সবি আজ নয় রাখলে বাকী।।