সখী তোমারে ভালোবেসেছি মনে মনে,
সযত্নে রেখেছি, স্থান হৃদয় গগনে ;
ঐ আকাশের চাঁদ তুমি জানো কিনা!
সোহাগ ভরা জ্যোৎস্না ঢালো শুভ্র বর্ণা.
শত রূপে দেখি তুমি কোমলা সুন্দরী,
নদী হয়ে বয়ে চলো  যমুনা কুমারী।
পাহাড়ী ঝর্ণা ঐ ঢেউ তুলে বক্ষ মাঝে ,
উন্মাদ করে কেনো সখী সকাল সাঁঝে ?
ধীরে ধীরে আপন ভেবে যত ভেবেছি ,
কী যে চমৎকার রূপ আমি দেখেছি !
কোমল পায় বাজে মল সুন্দরী গোরী ,
তরঙ্গায়িত কোমর হাতে রঙ্গা চুড়ি ।
সেই তো সখী নয়নে নন্দিনী আমার
চিরদিনি চিরতরে থাক বার বার ।