ও গাঁয়ের একটি পাড়ায় ছিল সখীর ঘর ,
কেউ যে তাকে চিনত না এমনটি নয় পর ।  
দেখতে ভারী গুনেও তেমন লক্ষ্মী প্রতিমা,
কি বলব আর তার নামের হাজার উপমা ।
ও পাড়ার ছেলে ছকরা মারত উঁকি ঝুঁকি ,
বুড়ো হলে বলত কি- লাল টুকটুকে খুকি ।
ছোট্টোটি ছিল যখন হাসত খেলত একা ,
কেউ ছিলনা ডাকার মত ও পাড়ার খোকা ।
যে দিন থেকে বড়ো হল পড়ল কিনা নজর ,
মুখে মুখে দু'চার কথার আচোনা ঘর ঘর ।  
মেয়েটা ভালো পড়ে লিখে বলতে পারে ,
তাই দেখে কেমন হবে আনলে বৌ করে ।