তোর কথা ভাবতে ভাবতে লেখছি কবিতা ,
আজ থেকে কত দিন হয়নি তরো সাথে কথা ।
তুই কোথায় আমি কোথায় কত দূরে ,
এসে আছি কত পথ কত জাগা ঘুরে ।
তুই কি জানু আমি কেমেন আছি এখানে ,
কত দুঃখ পাই ভাবলে তোকে মনে ।
চোখে স্বপ্ন যত আঁশু তত ঝরে ,
মাঝে মাঝে একা একা মন কেমন করে ।
যেতে পারিনি দেখার তরে তোকে ,
ছুটে এসে কবিতায় বসে রাখি লিখে ।
সুন্দর মুখ খানি তোর দেখি ভাসে ,
চোখের পাতা আমার কত ভালোবাসে ।  
মনে পড়লে সামনে পাই তোর ছায়া ,
হাত দু'টি ধরতে আমার যাওয়া ।
ভুলে যাই আমি আছি কোথায় তখন ,
যেখানে আছি সেখানেই থাকি আনমনা মন ।
নিজেকে পাগল মনে হয় ভাবলে তোর কথা ,
আমি পাগল হয়ে গেছি লিখে লিখে কবিতা ।  


চোখ দু'টি তোর কাজলে ছিল ঢাকা কত দিন আগে ,
মনে পড়ে রাস্তার ধারে চোখ ভরে দেখা অনুরাগে।
মিষ্টি যেমন লাগছিল ভাবলে এখনও লাগে আগের মতো,
তোই কি জানু তোকে আমার মনে পড়ে কত।
তোর ইচ্ছে গুলো রূপকথায় মুড়ে সাজাতে থাকি,
সময় পেলেই আমি একা কবিতাতে লিখি।
আমার সব লেখা তোকে ভালোবেসে,
দেখবি তুই একদিন যদি পত্রিকাতে আসে।
ভালোবাসার জন্যে স্বপ্ন আছে মনে,
তকে নিয়ে ভাবি সারাখন দিনে।
তোর কোন কথাটি ভালো লাগে শুনতে,
একের পর এক ভাবছি তোকে সামনে এসে বলতে ।