একলা একটা বিকেল বেলা,
নদীর পাড়ে এসে বসে ছিলাম
দেখছিলাম নদীর জল করছিল ছলাক ছল
সাদা সাদা কাশ ফুল খাচ্ছিল দোলা ।
সময়টা ছিল  শরৎ কালের বিকেল,
আকাশটার দিকে  তাকিয়ে ছিলাম
সাদা মেঘ গুলো ভেসে বেড়াচ্ছিল
আকাশের নীল নদীতে মিশে দেখাচ্ছিল খেল।  
বাতাসের গুন গুন কানে বাজছিল,
কত কথা গান হয়ে যায়
চোখটা বন্ধ করে দেখছিলাম যেই
স্বপ্নের মধ্যে প্রজাপতি  ডানা মেলছিল।
সময়টা আমার জন্য থেমে গেল,
একা একটু থাকা কত  শান্তি
নিজেকে ভুলে গেলাম তখন প্রকৃতির কাছে
বিকেল বেলা মনটা কোথায় পাড়ি দিল?