চোখের ভাষায় মনের কথা,
লেখা আমার প্রেমের কবিতা।
তোমাকে যেই দেখার পরে,
স্বপ্ন আসে চোখের ভিড়ে।
ভাবতে থাকি তোমায় নিয়ে,
তুমি চাঁদ আকাশ ছুঁয়ে।
রূপের উজ্জ্বলতা ঝরছে পড়ে,
আকাশ থেকে মাটির উপরে।
এই পৃথিবী লাগছে বহুরূপী,
তোমার সৌন্দর্যের কারচুপি।
চোখের ভাষায় আঁকা ছবি,
কত কবিতা লিখেছে কবি।
তোমার শাড়ীর আঁচল ছুঁয়ে,
লতিয়ে যাচ্ছে কবিতা ভুঁয়ে।
তনু ভরা যৌবন তরী,
কবির মনে দিচ্ছে পাড়ি।
কী উত্তম কী অপূর্ব,
চেয়ে দেখি ছেয়েছে সর্ব।
দেখেছি ঐ কালো কেশ,
হৃদয় ঝেঁপে করেছে প্রবেশ।
মনের গভীরে নিয়েছে স্থান,
আশ্চর্য অনুভূতি করতে দান।