প্রত্যয়হীন বিকেলের গল্প বাগানের গোলাপের রঙ বদলাতে পারে না!
সসীম সকাল জুড়ে অসীম রোঁয়া রোঁয়া রোদের রোদলা উড়না উড়া হাওয়া থামাতে পারে না!
কিছু কারন কাঁঠালের শরীরে কাঁটা হয়ে ভাসে!
কাঁঠালপাতা হলদে খামের চিঠি হয়ে ঝরেপড়ে বিনাশে!
তেমনি আমি যেন আলাপ করছি অনন্তকাল ধরে আপন অন্তরের সাথে!
খুশিতে রাখতে চাইছি নিজেকে প্রভাতে কিংবা রাতে!
নিঃসীমতার নিতলতা যেন আমায় একারনেই আগলে রেখেছে!
কানের কাছে প্রাণের কাছে নয়নের কাছে চাইছে যেন বহুকাল ভালোবাসার ঋণ,
আমাকে সে রাতদিন ভালোবেসেছে!
আহ্লাদী পুতুল হওয়ার বাসনা আমার যেন মিয়ে না যায়,
জগতের সবকিছুর উপর সে যেন আমার প্রাধান্য পায়!
প্রসাধনী যেন হয়ে না পড়ে আমার উপাসনা!
পাখির ডানায় পাখির পালকে রোদের গন্ধের আনন্দের মতো আনন্দ সে আমার হতে চায় না!
চিরদিন চিরন্তন হতে চায় সে আমায়,
তাঁর দূরে থাকা কাছে থাকায়!
তবে আমি নিরুপায় আমার রোদে ভরা উঠান জুড়ে,
উড়ে উড়ে ঘুরে ফিরে অনেকেই আসে হাহাকারে!
আমার স্পর্শের আমার সংস্পর্শের অনাবিলতার লাভণ্যতার নিঃসীমতা ছুঁতে!
স্নিগ্ধ বাতাসে স্নাত ভাষা আর বিশ্বাস আমাকে কাতর করে দেয় মুহূর্তে!
আমি কার ছিলাম কার আছি কার থাকব আমি ভুলে যাই!
তাই আমি বারে বারে হেরে যাই,
হারিয়ে ফেলি অনেক পাওয়া!
ভুলে যাই অনেক কথা দেওয়া!