মনের গহীনে দুঃখ রাখিসনে বন্ধু
আজ এ বেলায় অশ্রু লিপিতে
তোকে লিখতে বসেছি কিছু-
দূর পথে চেয়ে চেয়ে কাটাসনে অপেক্ষা প্রহর
আসবো ভেবে সাজাসনে ফুলডালি
ফেলিসনে তুই আঁখি জল !
দূর আকাশের তারা হয়ে
দূরে আছি সেই ভালো  ।
ভাবিসনে আসবো ফিরে আর
রাখিসনে কোন দাবি,
এ জীবনে যা ছিল সবই ছিল মিছে
যত আশা- ভালবাসা; যত কলরব
সব আজ আমারই মতো জমিয়েছে পাড়ি ।
ভালো থাকিস বন্ধু নিজের মতো করে
রাখিসনে বুকে চেপে কোন অভিমান,
যতটুকু ছিল পরিণয়- প্রীতির বন্ধন
যত্ন করে ভুলে যাস রইলো এ মিনতি ।