মনের গহীনে উষ্ণতা খুঁজি
আপন ছোঁয়ায় চাই সুখ
জীবনের বুকে চলে কাঁটা-ছেঁড়া
কতদিন হয় না দেখা প্রিয়মুখ ।
ঝড় আসে থেমে যায়
অন্ধকার ভেদ করে আসে দিন
যতদূরে থাকো আর থাকি
শোধ হবে না প্রণয়ের ঋণ ।
কাঁদে এ বুক হাহাকারে
অবিরত ঝরে চলে অশ্রুজল
বিশ্বাসের কবর খুঁড়ে তুমি
আমাকে দিলে যত ছল ।