চিকচিকে রোদেলা দুপুরে
ভয়াল তাণ্ডবে পৃথিবীতে নেমে এলো রাত ।
সূর্য চেয়ে আছে ; আলোও দিচ্ছে
তবু গুমোট অন্ধকারে ঢেকে গেল চারিদিক ।
ইথারে বারুদের গন্ধ
বাতাসের বুকে আর্ত চিৎকারের শব্দ
শান্ত দিনে অশান্তের তাণ্ডব মিছিল ।
ভয়ার্ত মানুষের দিগ্বিদিক ছোটাছুটি
জীবন বাঁচানো তাগিদে দুরন্ত পায়ে পথচলা ।
রাক্ষুসে থাবায় দুমড়ে-মুচড়ে দেয়
এ ভূমি; বঙ্গভূমি ; আমার প্রিয় ভূ-খণ্ড ।


মুহূর্তেই চোখের কার্নিশে নেমে আসে
দুঃস্বপ্নের কালো অন্ধকার ।
এমন দিনের স্মৃতি হারায় কি কখনো !
বিয়াল্লিশ বছর সেদিনের সেই রক্তাক্ত স্মৃতি
আগলে রেখেছি হৃদয়ের ভালবাসায় ।


একাত্তর তুমি একাত্তর !
স্মৃতির আরশিতে কোনদিন হবে না মলিন  ।