এই নীরব নিস্তব্ধ রজনীর বুকে
হাহাকারে জেগে ওঠে মনের আরশিতে
এক পৃথিবী সুখ ছিল কার যেন হাসিতে  ।
রজনী কাঁদে কাঁদায়   আমাকে
স্মৃতিগুলো বিস্মৃতির ছায়াতে
আড়ালে পড়ে রয় হারানো সুখের সাথে  ।


সে সুখ নাকি চোখের জল  ?  


দীর্ঘশ্বাস উত্তর করে-
তুমি যা হও, যা কিছু হও
তোমার বাস আজ অচেনা বন্দরে  ।
এখন ভালবাসা   নয়, তোমার কায়া শুধু
কুয়াশার   মতো  উড়ে বেড়ায়
আমার এ পোড়া  হৃদয়ের কন্দরে  ।


পুড়তে পুড়তে আমিও নিস্তব্ধ হই
এই নীরব নিস্তব্ধ রজনীর সাথে  ।