উঠতি বয়সী এক কবি
কাকে যেন ভালবেসে দিয়েছিল সব-ই ।
দিয়েছিল জীবন-যৌবন
দিয়েছিল হৃদয়ে আসন ।
ধ্যান-জ্ঞান সব-ই  তাকে দিয়েছিল সপে
সময় করতো পার তার-ই নাম জপে ।
কবি তো কবি নয় যেন
মজনুর কোন ছায়া
ভিতর বাহির হয়েছিল তার
পাগলের কোন কায়া  ।
হৃদয়ে তার ছিল না কিছু
ছিল শুধু মন-মানসীর ছবি
দিনে দিনে তাই তো সে
হয়ে উঠেছিল সত্যিকারের কবি ।
সারা দিনমান ভাবনায় তার
ছিল প্রিয়ার মুখ
শত কষ্টের মাঝেও মনে
জেগে উঠতো সুখ  ।
কবির সুখ চায় না কেহ
তাই চাইলো না বিধাতায়
মন-মানসী হারিয়ে গেল
যেন জীবন রাখা দায়  ।
হারানোর শোক ভুলতে কবি
পথে পথে যায় ঘুরে
পথ যেন তার ফুরায় না কভু
যায় সরে আরো দূরে  ।
এমনি করে চলে গেল ক্ষণ
চলে গেল কতদিন
বিরহ জ্বালায় শোধ করে কবি
ভালবাসার যত ঋণ  ।
ছন্নছাড়া বিরহী কবি
আজও কেঁদে যায়
বেদনার লিপিতে লেখা তার
শত-সহস্র কবিতায়  ।