(অকাল প্রয়াত কবি দেবাশিস সেনকে উৎসর্গ)


কতই বা হবে বয়স  !
ত্রিশ কিংবা বত্রিশ  (বছর)
একটি প্রজাপতির গড় আয়ু যেখানে
ষাট (বছর) কিংবা তার কাছাকাছি
অথচ, ত্রিশ-বত্রিশেই বেজে গেছে ঘণ্টা
প্রজাপতির মৃত্যু ঘণ্টা  ।
ডানা দু'টো অবশ-নিথর হয়ে আসে
নিস্তেজ দেহটায় আগের মতো
শক্তি নেই; নেই দুরন্ত মনে
আকাশের শূন্যতায় ছুটে চলার সাধ  ।


ফুলে ফুলে ভরে আছে পৃথিবী
তবু উড়তে ইচ্ছে করে না;
আগ্রহ নেই মধু আহরণের  ।
চোখে-মুখে কষ্টের ছাঁপ
শর্ষের হলদে-হলদে ফুলগুলোও
বিবর্ণ লাগে চোখে  ।
প্রশ্ন জাগে মনে-
হঠাৎ কেন বদলে গেল শর্ষের ফুল  ?  
ডানায় ভর করে ক্লান্তি  ।


এক সময় সূর্যের আভা কালচে হয়ে আসে;
সময়ের সাথে সাথে হেলতে থাকে পশ্চিমাকাশে
অন্ধকারে ঢেকে যায় পৃথিবী  ।
পৃথিবীর সাথে প্রজাপতিও ঢেকে যায় অন্ধকারে  ।
তারপর ক্ষণ্ যায়; প্রহর যায়..............
এভাবেই কেটে যায় রাত  ।


আবার সূর্যের আলোয় ভোর হয়
জেগে ওঠে পৃথিবী  ।
কিন্তু প্রজাপতি  !
আর কোনদিন জাগা হয় না তার   ।


রচনাকাল- ১৫/০৩/২০০৭ইং