মানুষের মনের গহীন যখন
অপ্রত্যাশিত কোন কষ্টের আঘাতে হয় নিষ্পেষিত  ।
আবেগের শরীর জুড়ে যখন
ধরা দেয় বাস্তবতার কোন অবিনাশী যাতনা  ।
অতি চেনা প্রকৃতি যখন
হঠাৎ বদলে যায় কোন প্রলয়ংকরী ঝড়ে ।
প্রিয় কোন প্রাণ যখন
নিজেকে বদলে নেয় বিশ্বাসঘাতকতার মোড়কে  ।
স্বপ্ন রাজ্যে যখন
হানা দেয় কোন দুঃস্বপ্নের কালো মেঘ  ।
কালের স্রোত মুছে দেয় যখন
অতীতের সকল ভালো লাগার স্মৃতির মিনার  ।
আপন আপন মানুষগুলো যখন
ভুল বুঝে ভুলে যায়; দূরে চলে যায়
তুলে নেয় মনের সকল দাবি  ।
ভালবাসার পৃথিবী যখন
বদলে যায় হিংসা-প্রতিহিংসা নামক বিষের চাদরে ।
মানুষও বদলে যায়; বদলে যেতে হয় তাকে
বদলে নিতে হয় তার পৃথিবী ।
এভাবেই মানুষ; মানুষের চারিপাশ
একে একে বদলে যায়; বদলে নেয় ।
মানুষের উদভ্রান্ত মন তখন
দিগভ্রান্ত পথিকের মতো সব কিছু পিছনে ফেলে
হয়ে যায় বিবাগী  ।