এই তো কিছুক্ষণ আগের কথা  ।
চারিদিকে কোলাহল
ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ  !
মদ্যপগুলোর আনাগোনাও কম ছিল না  ।
আকাশের তারাগুলো
আপন মহিমায় ছড়াচ্ছিল
ভুবন আলোকিত করা দীপ্তি  ।
সময়ের ব্যবধানে
বে-রসিক মেঘের ফালি
ঢেকে দিল আকাশের তারার দীপ্তি  ।
সেই সাথে পৃথিবীতে
নেমে এলো নিস্তব্ধতা  ।
কোলাহল নেই শুধুই নীরবতা  ।
মায়ের চোখের অশ্রুতে
ক্ষুধা মিটে গেছে শিশুদের  ।
এখন শিশুগুলোও নিস্তব্ধ  ।
মদ্যপগুলোও ফিরে গেছে
নিজ নিজ ঘরে  ।
মাতাল স্বামীর প্রলাপে
স্ত্রীদের চোখের অশ্রুতে ভেসে যাচ্ছে বুক ।
তবুও কোন শব্দ নেই  ।
'একটু শব্দ হলেই শেষ করে দেব'
প্রতি রজনীর সেই পরিচিত শব্দগুলো
নিস্তব্ধ করে রেখেছে তাদের  ।
এমনই এক নিস্তব্ধ রজনীতে
তোমারই বিরহে; তোমারই স্মরণে
নিস্তব্ধ আমি; নিস্তব্ধ আমার পৃথিবী  ।


রচনাকাল-০৪/০৪/২০০৬ ইং