পিনপতন শব্দেই মৌনতা ভেঙ্গে যায়
চৈতন্য ফেরে না মানুষের চিৎকারে ।
মনুষ্যত্ব ডিমোশনে এমনই হয়
নির্যাতিত পানে পৌঁছে না মানবতা ডাক ।
সোনালি স্বপ্নেরা পালক ছেঁড়া পাখি হয়ে
ছটফটে হাহাকার তোলে ইথার বুকে
মানচিত্রে কালিমা লেপে দেয় কেউ
ভেঙ্গে দেয় বাবুই বাসা  ।
কোথায় দাঁড়াবে বিশুদ্ধ বায়ু আশায়
সবখানে ওড়ে শুধু স্বপ্নপোড়া ধূঁয়া
পায় না আশ্রয় কোথাও বিশাল সাম্রাজ্যে
মানুষ নামী এ নিপীড়িত ক্ষুদ্র প্রাণ ।