আমি এ সময়ের বুদ্ধিজীবী
যখন চলে বুদ্ধি বেচাকেনার মহা ধুমধাম  ।
আমার যত বুদ্ধি
তাকে মোসাহেবি তৈল মালিশে
উপযুক্ত করে তুলেছি বুদ্ধি বিক্রয় হাটে  ।
আরো তাতে পলিশ করেছি
কূটলামি-বিটলামি জাতীয় মসলা  ।
বাজার দর বলে কিছু আছে না  !


যত ছিল মানবতাবোধ-মনুষ্যত্ব
অথবা দেশপ্রেম জাতীয় সেকেলে ধ্যান-ধারণা
সবকিছু রাজস্বখাতে দিয়েছি জমা  ।
আজকের বুদ্ধিজীবী বলে কথা  !
নিয়মিত গ্যালন গ্যালন রক্ত আমার চা......ই  চাই  ।