ডেথভ্যালি উত্তাপে স্বপ্ন পুড়ছে তো পুড়ছে
আশাগুলো নিরাশ প্রতিদিন মরুঝড়ে
জীবন ছন্নছাড়া দুঃসহ যন্ত্রণায়
স্বপ্নময় পৃথিবী জ্বলে নিয়ত অনাবৃষ্টিতে  ।


পথ হারাই পাই না ঠিকানা পথের
চলি আর চলি দিগভ্রান্তের মতো
সব যায় বিফলে হয় পণ্ডশ্রম
তুমি বিহনে এ গ্রহের জীবনে  ।


এই দুর্দিনে পূর্ণিমার আলোর মতো
আলোকিত করে তুমি আসতে যদি
সমস্ত আঁধার দূরে ঠেলে জেগে উঠতো
খুশি ঝরে পড়তো স্বপ্নহারা চোখে  ।


সূর্য হয়ে উঁকি দাও, ধরা দাও প্রাণে
জাগাও অতৃপ্ত মন তোমার মধুসুরে
প্রতীক্ষার হোক অবসান আজ এক্ষুণি
তৃপ্ত হই সুখ তোমার সুখী পরশে  ।