দুঃসহ যন্ত্রণায় সময় করছি পার
মনুষ্যত্ব, সে তো আজ
স্বার্থপরতার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী  ।
মেঘবরণ আবরণে ঢেকে গেছে সফেদ মন
ধূর্ত শিয়ালের আনাগোনা গেছে বেড়ে
হায়েনার নিঃশ্বাস এসে পড়ছে শরীরের ছায়  ।
কি যে খেলা চলে চারিপাশে  !
কৃশকায় মৃগ শাবকের বিপরীতে
তেড়ে আসে পরাক্রমশালী ব্যাঘ্রের দল  ।
মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ
কোন প্রতিবাদ নেই শুধুই আত্মসমর্পণ  ।
প্রতিনিয়তই এ পৃথিবীর বুকে চলে
দুর্বলের প'রে সবলের আঘাত  ।
বিবেক নির্বাসিত বলেই চলে এমন দুর্বল নিধন  ।
এভাবে মানবতার শরীর
নরক যন্ত্রণায় জ্বলবে আর কতদিন  ?
এবার জাগ্রত হও মনুষ্যত্ব
জাগ্রত হও বিবেক,
জেগে ওঠো সকল শান্তিকামী প্রাণ  ।