পরম আয়ু শেষে যখন হাসপাতাল বিছানায়
অথবা ডাক্তারের চেম্বারের আশে পাশে
আসন গেড়ে রইবো বসে অপেক্ষায়
শেষ ট্রেনের টিকিটের আশায় বড় হতাশায়....


উত্তুরে হাওয়ায় তোমার কানে পৌঁছে যাবে
আমার ঠিকানার খবর নিশ্চয়ই অনায়াসে
মুহূর্তে তোমার অনুভবে জেগে উঠবে কি
শেষ সাক্ষাতে চাওয়া আমার সে মিনতি  !


ওপারের ডাক যেন না পড়ে তোমাকে না দেখে
আমার সে ইচ্ছের মূল্য কতটুকু এ অবেলায়
তোমার সময় হবে কি আসতে সমুখে
পূর্ণ হবে কি  আমার এ ক্ষুদ্র চাওয়া  ?


চোখের পাতায় চির বিদায়ের ঘুম
অপূর্ণ জীবনের শেষ চাওয়া, শেষ মিনতি
সমুখে দাঁড়ায়ে মৃত্যুদূত বাজায় বিদায় বাঁশি
নতুন স্বপ্নে সাজাও তুমি তোমার পৃথিবী  ।