জীবনের এমন প্রতিধ্বনি
পৃথিবীর প্রান্তরে এমন ব্যপ্ত হয়নি আর কখনও  ।
বে-সুরো সব; আবোল- তাবোল  ।
ছন্দ নেই খসখসে পাতার মত শব্দ  ।
তবু ক্লান্তিহীন; কর্মঠ বটে
ফল শুধু শূন্যের কোঠায়  ।
দিন যত যায় ততই বেড়ে যায় হা-হুতাশ  ।
জীবনের সবটুকু যেন
পঙ্কিলতার অতল গহ্বরে হাবুডুবু খায়  ।
একি নিয়তি নাকি অভিশাপ  ?
কোথায় যেন একটু ভুল হচ্ছে
সুধরে নেওয়া তো
জীবনের চেয়ে আরও কঠিন  ।
তবু স্বপ্ন দেখি; স্বপ্ন দেখায় আগামী  ।
চিরায়ত সুন্দর সে,
শিশুর হাসির মতই পবিত্র  ।
তবু ভয় হয়,
যদি ক্ষয়ে যায় সে স্বপ্ন
সেই আগের মতই  ।
যদি তাই হয়,
তবে জীবন নামক কিছু
মাটির ধরায় হবে দুষ্প্রাপ্য  ।


কাব্যগ্রন্থ- ভাবনার আকাশে মেঘ
রচনাকাল -০৯/০৫/২০০৮