বিস্ময় আর নানা সংশয়ের মাঝে
আমার বেড়ে ওঠা   ।
নানা প্রতিকূলতার মাঝেও
আমাকে হাতছানি দেয় সুখ  ।
আমি স্বপ্ন দেখি  অমরত্ব লাভের  ।
জীবন-মৃত্যুর  সেই চিরসত্য
তবু অনাকাঙ্খিত ইতিকথা আমাকে
একবারের জন্যেও বিমূর্ষ করে না  ।
মাটির গন্ধে একদিন আমার
ক্ষুধা মিটে যাবে তেহারী-বিরিয়ানীর  ।
অথচ, আজ আমি দম্ভে শির তুলি
মান্য করি না সময়ের নিয়ম-অনিয়ম  ।
অবশেষে একদিন অমরত্ব লাভের স্বপ্ন
মাটির টানে; প্রকৃতির নিয়মে
সময়ের স্রোতে হবেই বিলীন  ।


রচনাকাল-২৪/১১/২০০৬
প্রকাশিত- ০১/১২/২০০৬  ( দৈনিক ইনকিলাব )