কি বলবো আমি একুশের কথা
বলতে গেলেই মনে লাগে বড় ব্যথা
তুমি যে মোদের দিয়েছো এনে
মাতৃভাষার মূল্য যথা   ।
একুশ তোমায় যায় না ভোলা
যে কোন মূল্যের তরে
তুমি যে মোদের বেদনা-শান্তি
আছো যে হৃদয় জুড়ে  ।
একুশ তোমায় করে মনে
বাঙালিরা ক্ষণে ক্ষণে
তাই তো আজ মোরা সবে
স্মরি তোমায় জনে জনে  ।
যারা নিতে চেয়েছিল মায়ের ভাষা কেড়ে
তুমি তো তাদের দিয়েছো ফিরে
তাই তো তুমি হৃদয় নীড়ে
নিয়েছো যে ঠাঁই করে  ।
কত না রফিক দিয়ে প্রাণ
রেখে গেছে তবু বাংলার মান
তাই তো ওরা বাংলার ইতাহাসে
দখল করে আছে শীর্ষস্থান   ।
আজকের এই দিনের তরে
স্মরি ওদের ভক্তিস্বরে
ওদের তুমি ক্ষমা করো প্রভু
এই কামনাই তোমার তরে  ।


রচনাকাল-২০/০২/১৯৯৮
( এস এস সি পরীক্ষার্থী থাকাকালিন  )