রাতজাগা চোখে স্বপ্নের আনাগোনা
সমস্ত আঁধার ভেঙ্গে জেগে ওঠে মন
উল্লসিত সৃষ্টির আপনধারায়
মন মগজের সবটুকু জুড়ে আবাদি চাষি
চাষ করে চলে কবিতা ফসল
বিস্তৃত মাঠ তার পৃথিবীগ্রহ ............


একান্ত সত্তার উজাড় করা প্রেম ঢেলে
ঘুমজড়া চোখ আলো দেয়
লাঙ্গলের ফলা হয় পকেট পেন
সেচ প্রকল্প হয়ে ওঠে প্রকৃতি
নিবিড় যত্ন আর মমতা বলে
প্রভাতের আগেই জন্ম নেয় নতুন অতিথি.......


সব বাঁধা উপেক্ষা করে
মাথা তুলে গেয়ে ওঠে জয়গান
সত্য ও একমুঠো নিখাদ ভালবাসার   ।