ছয় ঋতুতে ঘেরা বাংলা
ঋতুরাজ বাংলার বসন্ত
তার আগমনে মোদের মনে
সুখের যে নাই অন্ত  ।


বনের পাখিরা মনের আনন্দে
গেয়ে ওঠে সুখের গান
সেই গানের সুরে মোদের
উতালা হয় এই প্রাণ  ।


ফুল গাছেতে আসে কলি
ফল গাছে মুকুল
একই সাথে ফুটে ওঠে
নাম না জানা কত ফুল  ।


সবার মনে বসন্তের আগমনে
বয়ে যায় সুখের জোয়ার
এই বসন্তে ভেদাভেদ ভুলে
খুলে দেই মনের দুয়ার  ।


এই বসন্তে আমরা সবে
এই করে নেই পণ
মোদের সমাজে আর না যেন
থাকে কোন দুঃখীজন  ।


মোদের আনন্দ সমান করে
ভাগ করে দেই সবার তরে
বসন্তের এই সুখের জোয়ার
পৌঁছে যায় যেন সবার ঘরে   ।


রচনাকাল - ১৩/০২/১৯৯৮
( এস এস সি পরীক্ষার্থী থাকাকালিন )