জীবনের কোন এক ক্ষণে
পাখনা ওলা স্বপ্নগুলো
উড়তো আপন মনে,
হঠাৎ করে ঝড় উঠিল
পাখনাগুলো ভেঙ্গে গেল
স্বপ্নগুলোও উড়াল দিল বনে  ।


আজ স্বপ্নগুলোর পাখনা নাই
হৃদয় ঘরের ঢাকনা নাই
তবু ভাবি কত কিছু,
ভাবনাগুলো মিথ্যে হয়
যেমনি জীবন তেমনি রয়
দুঃখগুলো ছাড়ছেনা মোর পিছু  ।


হাজার হাজার কষ্ট
করতে চায় নষ্ট
তবু আশায় বাঁধি বুক,
স্বপ্নের মত কষ্টগুলো
যদি কখনও যায় উড়ে
তবেই পাবো সুখ  ।