রাত ফুরোলেই যদি হয় ভোর
ভয় কিসের, রাত সে তো ক্ষণিকের
অন্ধকার আড়ালে যতই থাকুক পিশাচের দল
প্রভাত আলোয় লেখা থাকে সত্য ঠিকানা.........


কতদিন চলবে বলো নিয়তির জ্বালা
ভাঙ্গবেনা কোনদিন শিকলের বাঁধ  !
ঐ দেখো শিস দেয় ভোরের পাখি
জেগে ওঠো বলে ডাকে সূর্যকিরণ.............


মুষ্ঠিবদ্ধ হাত করে হাতে রাখো হাত
একই সুরে গেয়ে ওঠো সত্যের গান
আঁধার ছোটে দেখো মুখে দিয়ে তালা
জয় জয় ধ্বনি ওঠে ধরার বুকে  ।