ধূসর আবর্তে বদলে যাচ্ছে সব  ।
বদলে যাচ্ছে মানুষ; মানুষের মন
বদলে যাচ্ছে পৃথিবী; পৃথিবীর ক্ষণ  ।
আকাশে মেঘ মানেই এখন
আষাঢ়-শ্রাবণ নয়
চৈত্রেও বয়ে যায় ঝড়,
গবাদি পশু নয়
অভাবে পড়ে আজ
মানুষও খেয়ে বাঁচে খড়  ।
কেমন আছেন ?  জিজ্ঞাসিতেই
মুখে ফিকে হাসি
অথচ, বুকে তার জমা আছে
কষ্ট রাশি-রাশি  ।
এভাবেই বদলে যাচ্ছে সব  ।
বদলে যাচ্ছে সুখ-দুঃখের সংজ্ঞা  ।
আজ মানুষেরে যত পারি ঠকাতে
ততই বেড়ে যায় সুখ,
অথচ, একবারও ভাবি না
সুখ তার কেড়ে নিয়ে
শতগুণে বাড়াইয়াছি দুখ  ।