ঘরের বেসিন থেকে রাজপথ
সবখানেই রক্তের দাগ  ।
মায়ের রক্ত; ঝিয়ের রক্ত
পিতার রক্ত; পুত্রের রক্ত  ।
রক্তের হলিখেলায় যেন
মেতে উঠেছে পশুর পশুত্ব ।
বুলেটের আঘাতে ছোট্ট শিশুটির
হৃদপিণ্ডটি ছিটকে পড়ছে দূরে
সেই হৃদপিণ্ডটির রক্তের সাথে
মিশে যাচ্ছে মায়ের রক্তও  ।
বোমার স্প্রিন্টারে ঝলসে যাওয়া
শরীর হতে রক্ত ঝরছে অঝোরে  ।
আর এ সব রক্ত মিলেমিশে
একাকার হয়ে যাচ্ছে
বেসিন থেকে উঠোন;
গলি থেকে রাজপথ   ।
সর্বত্রই শুধু রক্তের দাগ  ।
এ রক্তগুলো কোন অসহায় পশুর নয়,
এ পৃথিবীর অসহায় মানুষগুলোর  ।
যে মানুষগুলো যুগ যুগ ধরে
এমন রক্তের দাগে আতঙ্কিত  ।