নিশ্ছিদ্র ভালবাসা  !
তবুও অভাবের অভিযোগে
ধরেছে তাতে ঘূণ ।
তোমার আমার ভালবাসা
পারেনি তাকে বাঁধা দিতে ।
তবে কি সে ভালবাসায়
ছিদ্র ছিল -
নাকি, আমাদের ভালবাসাই
তাকে আসতে বাধ্য করেছে ?
অন্তরালে যাই ঘটুক
তুমি আমি আজ অনেক দূরে ।
ব্যবধানটা হলো
রাত আর দিনের মত  ।
সবকিছুতেই আজ সৃষ্টি হয়েছে
বিপরীত ধারা  ।
সে কি তোমার কারণে
নাকি, আমার   ?
কারণটা যেই হইনা কেন
ফলাফলটা শূন্য  ।
তুমি আমি কেউ নই সুখী আজ
শুধু নিজেকে বাঁচিয়ে রাখতে
অভিনয়ে মত্ত আমরা ।
জানি না এ অভিনয়ের কবে হবে শেষ  ।


রচনাকাল-০২/০৫/২০০৪