দূরে নয় সেদিন আর বেশিদিন  ।
জীবনের পালে লাগবে না হাওয়া
বইবে না কোন সুবাতাস বসন্তের
দিবাকর যাবে ভুলে ছড়াতে আলো
পাখিরাও উড়বে না
আসবে না কোন গান কোকিলের  ।
আকাশও কাঁদবে না আর
ঝরবে না বর্ষায় কোন বর্ষণ
ফুটবে না কোন ফুল নতুন করে
সুবাস ছড়াবে না আগের মতন  ।
দিন-রাত হয়ে যাবে স্মৃতির মিনার
আপাদমস্তক ঢেকে যাবে এই বসুধার
রূপ-গুণের বড়াই হয়ে যাবে শেষ
মিছে হবে সব হৃদয় আর রক্তের টান  ।
জীবনের সকল রঙ ধূসরে ঢেকে যাবে
চিরতরে থেমে যাবে সব কোলাহল
স্বপ্ন-আশা সব ঝড়ের বেগে মিশে যাবে
পৃথিবী ধ্বংসকারী প্রলয়ের সাথে  ।
ভবপাড়ের যত খেলা সাঙ্গ হবে যেন
তুলাসম উড়বে যত বৃক্ষ থেকে পর্বত সবে।


অবশেষে একদিন
এভাবেই হবে ইতি এই ব্রহ্মাণ্ডের  ।