জীবনের পড়ন্ত বিকেলে
ইচ্ছা অনিচ্ছায় কোন হিসেবের ছলে
মেলাতে চেয়েছি কতবার কতকিছু
মেলেনি কখনো তা হিসেবের কঠিন পাতায়  ।
কত উজ্জ্বল স্মৃতির কোলাহল
বিস্মৃতির অতল গহীনে হারিয়ে গেছে
হারিয়ে ফেলেছি কত সুর; কতজন
ফেলে আসা কত মুখ; কত ক্ষণ   ।


ভুলে গেছি কত আবেগ; কত উচ্ছ্বাস
শত-সহস্র গোধূলীর সাথে  ।


কত কিছু ভুলে গেছি, ভুলে গেছে কতজন
কত হাসি, কত প্রিয় মুখ
কত চেনা ছোঁয়া, যত ছিল সুখ
সবকিছু আজ অচেনার মিছিলে করছে ভিড়  ।
ভুলে গেছি শৈশব-কৈশোর
যৌবনের সে সব উচ্ছল দিন
কত গল্প-গান, সুজন-কুজনের যত কলরব  ।


ভুলে গেছি; ভুলে যেতে হয়েছে
তুমি-আমি আমাদের সব  ।


প্রয়োজনে কিংবা বিনা প্রয়োজনে
তুলে ফেলেছি মনের সব দাগ
যা ছিল মনেরই খোরাক   ।
ভুলে গেছি প্রথম হাঁটতে শেখা, বলতে শেখা
ভুলেছি কত স্মৃতিময়
তোমার আমার সে প্রথম আলাপ  ।


ভুলে গেছি; ভুলে গেছো
আরো কত কিছু; আরো কত সব  ।