কথা হয়েছিল শারদ নিশীথে
কথা হয়েছিল ভালবাসি
কথা হয়েছিল বাঁচিব দুজনে
আমি একা বেঁচে আছি।


কথা হয়েছিল শাওন ঝুলায় ঝুলিব
দুজনে বাঁধিব ঘর
ফুলের বাসরে মুখোমুখি বসে
আমি বধু তুমি বর।


কথা হয়েছিল প্রথম উপহার
রামধনু রঙা শাড়ি
গাঢ় সবুজ ভালবাসা হবে
মাঝে মাঝে হবে আড়ি।।


নদীতীরে হবে চালাঘর খানি
বন বীথিকায় ঘেরা
প্রেমের কুঞ্জে গাহিবে কোকিল
মধু মাধবীর বেড়া।


কথা হয়েছিল স্বপ্ন দেখিব
স্বপ্নে সাজাবো ঘর
প্রেমের বাসরে ফুটিবে বকুল
আসিবে না কোন ঝড়।


কথা হয়নি তুফান আসিবে
আমি হবো বানভাসি
তুমি চিরতরে ভুলে যাবে মোরে
আমি আজও ভালবাসি।