আমার ঠাম্মার হাতে সবসময়
একটা পেতলের ঘটি থাকতো,
তাতে গঙ্গাজল ভরা -
কেউ ছুঁয়ে দিলেই, মাথায়
গঙ্গাজল ছিটাতেন।
শিশুমনে প্রশ্ন জাগতো
কি আছে ঐ ঘটিতে?
একগাল হেসে ঠাম্মা বলতো
ওরে ওতে বিশ্বাস ভরা আছে।
বিশ্বাস কি?
বিশ্বাস হচ্ছে  সূতো, ঠাম্মার প্রবচন....
সূতো দিয়ে যেমন মালা গাঁথি
তেমনই বিশ্বাসে গাঁথা
থাকে জীবনের ধন,
মায়া মমতা প্রেম প্রীতি ভালবাসা
বিশ্বাস হারালে, এগুলোও হারায়
জীবনটা হয় তখন বিনি সূতোর মালা।


ইসস্  ঠাম্মা
দেখতেও পেলেন না
সে বিশ্বাসের সূতোয় টান পড়েছে কবেই.....