কোন এক নিদাঘের পড়ন্ত বেলায়
ক্লান্ত শ্রান্ত তুমি দুদন্ড বসতে চেয়েছিলে আমার শীতল ছায়ায়...


ভালবেসে আশ্রয় দিলাম......
দিলাম সবটুকু আমার


আর তুমি?
সেই চির পুরাতন কাহিনী.?
তুমি পরতের পর পরত.......
খুঁড়ে খুঁড়ে তুলেছ আমার বল্কল
রক্ত ঝরেছে অবিরাম......


এখন আমি নিঃস্ব
শাখা পল্লব শুকিয়ে গেছে সব....
তুমি যাওয়ার জন্য প্রস্তুত
আমার নীরব ভাষা বোধহয়
বুঝেছিলে তাই.....


হাতে একটা তুড়ি মেরে বলেছিলে
তুমি একটা "শরীর" ছাড়া আর
কিছু নও..............