কি অদ্ভূত নির্লিপ্ততায় আমাকে
শুনিয়েছিলে সেই চিরাচরিত অমোঘ বাণী
"প্রত্যাখান".....
পূর্বাপর শালীনতা বজায় রেখে
কেটে কেটে উচ্চারন করেছিলে,
তোমার কথা গুলো!......
তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছে
স্বাভাবিক ঔদাসীন্যে কথাগুলো বলার পর
এলোমলো চুল ঠিক করছিলে
গলা দিয়ে বের হচ্ছিল গুনগুন সুর
আমি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা
তোমাকে খুঁজছিলাম....


তোমার প্রত্যেকটি কথার তীর যখন
আমাকে রক্তাক্ত করছিল
তুমি তখন শান্ত স্বরে মোবাইলে
নতুন গার্লফ্রেন্ডকে শোনাচ্ছিলে
আগামী দিনের নির্ধারিত সময়সূচী!
আমি ভাবছিলাম মানুষ,কতখানি
হৃদয়হীন নির্মম হলে.....
সদ্য সদ্য খুন করার পরে পরেই
হাসিমুখে তাসের আড্ডায় বসে
আসর জমাতে পারে......